রূপপুরের চালান নিয়ে ভারতের হলদিয়া বন্দরে নোঙরের অনুমতি পেল রুশ জাহাজ
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে আসা রুশ জাহাজটিকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে মালামাল খালাস করার অনুমতি দিয়েছে ভারত। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের মোংলায় জাহাজটি ভিড়তে না পারায় ভারত হয়ে এসব সরঞ্জাম দেশে আসবে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হলদিয়ায় মাল খালাসের পর সেগুলো সড়কপথে দেশে আনা হতে পারে।
রাশিয়ার পতাকাবাহী জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এটি বাংলাদেশের কোনো বন্দরে ভিড়তে পারেনি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জাহাজটিকে বঙ্গোপসাগরে ঘুরতে দেখা যায়। অবশেষে, ভারত সরকারের অনুমতি সাপেক্ষে হলদিয়া বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে জাহাজটিকে।
ভারত-রাশিয়া অংশীদারিত্বের ভিত্তিতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করছে ভারত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তী অবশ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এ বিষয়ে তারা এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিয়তা পাননি।
তিনি বলেন, "রুশ জাহাজটির পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে চালান আনলোড করা এবং পরে সেগুলো সড়কপথে বাংলাদেশে আনার ব্যাপারে আমরা এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।"
"ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ বহনকারী প্রায় ২০টি জাহাজ বাংলাদেশে এসেছে," বলেন তিনি। সেইসঙ্গে আরও উল্লেখ করেন, চলতি মাসে রাশিয়ার আরও তিনটি জাহাজ বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রুশ পাতাকাবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সে নিষেধাজ্ঞা মানছে না ভারতে। রুশ পাতাকাবাহী জাহাজগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে ভারতীয় বন্দর। ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিং স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম বহনকারী রাশিয়ার পতাকাবাহী জাহাজটি গত বছরের ডিসেম্বরের শেষে দেশের মোংলা বন্দরে এসে পৌঁছায়।
তিনি বলেন, "আমরা জেনেছি, ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে জাহাজের মালামাল খালাস করা হবে। এরপর সেখান থেকে অন্য একটি জাহাজ রূপপুর পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে চালান বহন করতে পারে।"
নিষেধাজ্ঞার কবলে থাকা রুশ জাহাজ স্পার্টা-৩ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দরে ভিড়ে পণ্য খালাস করার ছিল।
কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এক চিঠিতে জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা জানালে, কর্তৃপক্ষ জাহাজটির মোংলায় ভেড়ার অনুমতি প্রত্যাখ্যান করে।
রাশিয়ার রোসাটম স্টেট কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ রূপপুর প্রকল্পের ডিজাইনার এবং ঠিকাদার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে এই প্রকল্পের আওতায়।
কাজ সম্পন্ন হলে বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট অবদান রাখবে এই প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরের মধ্যে এবং দ্বিতীয় ইউনিট আগামী বছর, অর্থাৎ ২০২৪ নাগাদ গ্রিডে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।