যুক্তরাষ্ট্রে শুধু আমার স্ত্রীর কেনা একটি অ্যাপার্টমেন্ট আছে: ওয়াসার এমডি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, যুক্তরাষ্ট্রে তার নামে কোনো বাড়ি নেই।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার নামে কোনো বাড়ি নেই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর কেনা মাত্র একটি অ্যাপার্টমেন্ট আছে। স্ত্রী সেখানে সরকারি চাকরি করেন।'
তিনি আরও বলেন, 'একটি আমার স্ত্রীর কেনা, যাতে আমার নাম আছে। লস অ্যাঞ্জেলসে একটা কিনেছিন, পরে বিক্রি করে দিয়ে আরেকটা কিনেছেন।'
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনা সংক্রান্ত দুটি অভিযোগ সম্প্রতি জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বাড়ি রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এর পরিপ্রেক্ষিতে ওয়াসার এমডি মঙ্গলবার সাংবাদিকদের নিজে কার্যালয়ে ডেকে নিজের বক্তব্য তুলে ধরেন।
তাকসিম বলেন, 'আমার পুরো পরিবার ১৯৯৫ সাল থেকে সেখানকার (যুক্তরাষ্ট্রের) নাগরিক। আমিও। অন্য বাসাগুলোর কথা যা বলা আছে সেখানে আমার স্ত্রী ভাড়া ছিলেন।'
তিনি দাবি করেন, প্রতিবেদনে উল্লেখ করা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কথা 'স্টান্টবাজি'।
তাকসিম আরও বলেন, 'দুদকে অভিযোগ থাকতেই পারে। সেটা একটা গোষ্ঠী করছে। ঢাকা ওয়াসার ভালো কাজে যাদের ক্ষতি হয়েছে তারাই পিছনে লেগেছে।'
ঢাকা ওয়াসার এমডি পদের চাকড়ি অনেকবার ছেড়ে দিতে চাইলেও তাকে অনুরোধ করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমার কাজে মন্ত্রী, প্রধানমন্ত্রী কখনও বিব্রত হননি।'
উল্লেখ্য, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম। বহু বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও তার মেয়াদ ছয়বার বাড়ানো হয়।