নয়াপল্টনে চলছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে চলছে দলটির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় নিজেদের কর্মসূচি শুরু করে বিএনপি। ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে মতিঝিলের আরামবাগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসসহ দলের সিনিয়র নেতারা আজকের সমাবেশে বক্তব্য রাখবেন।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবিতে বিএনপি ও সমমনা জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে। আজকের কর্মসূচীতেও বিএনপির সাথে ১২টি বিরোধী জোট রয়েছে।
এদিকে বিএনপির কর্মসূচীকে ঘিরেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে নবগঠিত জোট গণতন্ত্র মঞ্চ।
বিএনপির কর্মসূচি ঘিরে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, "বিপুল মানুষের উপস্থিতিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব।"
আগেরদিন বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএমপি সদর দপ্তরে একটি বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে কয়েকটি শর্তে বিএনপিকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়।
এদিকে বিএনপির আজকের গণঅবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর বিএনপি একযোগে ১১ জানুয়ারি (আজ) ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।