বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
গতকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে রাজধানীর বিমানবন্দর সড়কে। আজও কার্যত বিকল হয়ে আছে এ সড়কের যান চলাচল।
বিমানবন্দর সড়কের অচলাবস্থা এখন রাজধানীর মহাখালী, রামপুরা ও মিরপুরের কালশী পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যদিনের যাত্রী, বিশেষ করে অফিসগামীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে অনেককে।
ট্রাফিক নিয়ন্ত্রণ সূত্রে জানা গেছে, টঙ্গীর ইউ-টার্ন এবং আশুলিয়ায় যানবাহনের প্রচণ্ড চাপের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তদুপরি, টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হতে যাওয়া মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম জামাত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এলাকায় যান চলাচলের চাপ বাড়িয়ে দিয়েছে।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দুই বছর বিরতির পর আসন্ন বিশ্ব ইজতেমার কারণে উত্তরা থেকে টঙ্গীমূখী সড়কে যানজট বেড়ে গেছে।"
"তাছাড়া এ সড়কটিতে এমনিতেই বাস র্যাপিড ট্রানজিটের নির্মাণাধীন প্রকল্পের কারণে যানজট লেগেই থাকে। এসবই এ এলাকার যানজট পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে," যোগ করেন তিনি।