চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ২৫
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। প্রায় এক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের পর পুলিশ নগর বিএনপি কার্যালয় নসিমন ভবনসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে।
১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি।
সমাবেশ চলাকালে বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির একটি মিছিল কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পরে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা।
চট্টগ্রাম নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় সমাবেশে যোগ দিতে আসা বিএনপি কর্মীদের একটি মিছিল কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। এসময় পুলিশের লাঠিচার্জ ও গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রথমে মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে এবং পুলিশের গাড়িতে আগুন দেয়। এঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে ।'
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পুলিশ শান্তিপূর্ণভাবে বিএনপির সমাবেশ করার সকল ব্যবস্থা করেছিল। কিন্তু হঠাৎ একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়।
তিনি জানান, হামলায় কোতোয়ালী থানার ওসি, একজন পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার তিনজন আহত হয়েছেন।
পুলিশের মতে, সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাজীর দেউড়ি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং বেশকিছু দোকানপাট ভাঙচুর করে।পরে পুলিশ টিয়ার গ্যাস ও শটগানের গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।