ঢাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীতে সোমবার (২৩ জানুয়ারি) পুলিশের ভ্যানের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকার রমনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম শেখ (৬৫) রাজবাড়ী বালিয়াকান্দির চর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজুল তার রিকশায় করে রমনার জাজেস কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী পুলিশ ভ্যান তার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
গুরুতর আহত তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে রমনা থানার এসআই রুমেল মিয়া জানান, খবর পেয়ে তারা রিকশাচালককে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান।
"একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়; এতে রিকশাটি উল্টে যায়, যার ফলে রিকশাচালক গুরুতরভাবে আহত হন। তবে, আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে তিনি মারা যান," এসআই যোগ করেন।
নিহতের ছেলে বেলাল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাবা আগে গাড়ি চালাতেন।
"চাকরি হারানোর পর তিনি রিকশা চালাতে শুরু করেন; আজ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন," যোগ করেন বেলাল।
নিহতের মরদেহ দাফনের জন্য তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান যায়।