পাঠ্যবইয়ে ভুল খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে পাঠ্যবইয়ের যে ভুলগুলো জনসাধারণের নজরে এসেছে তা তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে ত্রুটি চিহ্নিত করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
পাঠ্যবইয়ে যে ভুল হয়েছে তা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা নির্ধারণে কাজ করবে অন্য কমিটি।
এর আগে পাঠ্যবইয়ে ত্রুটির বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী দীপু মনি দাবি করেন, পাঠ্যবইয়ের ভুলগুলো গত কয়েক বছর ধরেই রয়েছে।
তিনি বলেন, "সাম্প্রতিককালে পাঠ্যবইয়ে যে ভুলগুলো সামনে এসেছে তার মধ্যে কিছু ভুল আট-নয় বছর ধরে আছে। যারা সমালোচনা করছেন এবং ভুলগুলো তুলে ধরছেন তাদেরকে ধন্যবাদ জানাই," গত ২১ জানুয়ারি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর সমাবর্তনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।