ছেড়ে দেয়া আসনের ফের এমপি হলেন সাত্তার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কলারছড়ি প্রতীকে বর্ষীয়ান এ রাজনীতিক পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী এবং মোহাম্মদ জিল্লুর রহমান এ ফলাফল নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার ভূইয়া এ আসনেরই সংসদ সদস্য ছিলেন। তবে দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে দল থেকে পদত্যাগ করে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন সাত্তার। তার পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।
সাত্তারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট।
তবে আব্দুস সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির সাবেক নেতা আবু আসিফ আহমেদকে ধরা হলেও তিনি ভোটের অবস্থানে তৃতীয় হয়েছেন। মোটরগাড়ি প্রতীকে আসিফের প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ২৬৯টি। যদিও গত ২৭ জানুয়ারি থেকে আসিফ 'নিখোঁজ' আছেন বলে দাবি তার পরিবারের।