বিবিএসের জনশুমারিতে বাদ পড়েছে ৪৬.৭ লাখ মানুষ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২২-এ প্রায় ৪৬.৭ লাখ মানুষ—যা বাংলাদেশের জনসংখ্যার ২.৭৫ শতাংশ—কম গণনা করা হয়েছে।
বিবিএসের শুমারির ওপর গণনা-পরবর্তী সমীক্ষা (পিইসি) করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এ অসামঞ্জস্যের তথ্য জানায়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মোহাম্মদ ইউনুস পিইসি ফলাফল উপস্থাপন করেন।
বিবিএসের প্রাথমিক গণনা অনুসারে, দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ৫১ লাখ। বাদ পড়া ২.৭৫ শতাংশ মানুষ যোগ করলে জনসংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৯৮ লাখে।
বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন বলেছেন, যে ২০০১ সালের আদমশুমারিতে ৪.৯৮ শতাংশ মানুষ বাদ পড়েছিল, যা ২০১১ সালের আদমশুমারিতে ৩.৯৭ শতাংশে নেমে আসে।
গণনা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা নগর এলাকায় বেশি। শহরাঞ্চলে গণনায় ৩.৭০ শতাংশ মানুষ বাদ পড়েছে।
এছাড়া পুরুষ জনসংখ্যার মধ্যে গণনায় বাদ পড়েছে ২.৬৭ শতাংশ, আর নারীদের মধ্যে বাদ পড়েছে ২.৭৯ শতাংশ।
আর গণনায় মুসলিমদের ২.৭৫ শতাংশ বাদ পড়েলেও অন্য ধর্মে বাদ পড়েছে ২.৬৮ শতাংশ মানুষ।