যানজটে স্থবির শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
মঙ্গলবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপনকে ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পথে বাংলামোটর, কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে যানবাহনের সারি দেখা গেছে। অন্যদিকে শাহবাহ থেকে টিএসসি পর্যন্ত সড়কে শতাধিক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও অচল বসে থাকতে দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ জোনের সহকারী কমিশনার সালমান ফারসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ওই এলাকার ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।
তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও, বিকেলে একুশে বইমেলায় মানুষের ঢল নামবে বলে ধারণা করছেন তারা।
সহকারী কমিশনার বলেন, "এখন পর্যন্ত আমরা টিএসসি এবং বইমেলা সংলগ্ন সড়কে যানবাহনগুলোকে ডাইভার্ট ও রুট করে দিচ্ছি।"
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, গতবারের চেয়ে এ বছর আরো বেশি লোক একই দিনে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডে উদযাপন করছে।
বিকেলে যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানান তিনি।