আগুনে পুড়ছে কড়াইল বস্তি
রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
পরে ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিতে ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান তিনি।
বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।