যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের গেট
যাত্রীদের চলাচলের জন্য আজ বুধবার (১ মার্চ) থেকে চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।
সকাল সাড়ে ৮টা থেকে স্টেশনের গেট খুলে দেওয়া হয়। এ নিয়ে মেট্রোরেলের পাঁচটি স্টেশন চালু হলো।
প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যে বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।
গত বছরের ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হলেও সীমিত সময়ের জন্য এটি এখন চলছে। বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল।
যাত্রীরা উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা এবং আগারগাঁও থেকে পল্লবী রুট ব্যবহার করতে পারছেন।
উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা এবং আগারগাঁও থেকে পল্লবী পর্যন্ত সরকার ৩০ টাকা করে ভাড়া নির্ধারণ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ২০২৪ সালের শেষের দিকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হতে পারে; এছাড়া কমলাপুর রুটে মেট্রোরেল চলতে শুরু করবে ২০২৫ সালের মধ্যে।
সে বছরের ডিসেম্বরের মধ্যে, আগারগাঁও থেকে কমলাপুর রুটে ২৪টি ট্রেনের মাধ্যমে মেট্রোরেল পুরোপুরি সচল হবে।