শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি, আহত ১
শরীয়তপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার জাজিরা উপজেলায় এক কিশোর এবং ভেদরগঞ্জ উপজেলায় অপর দুইজন বজ্রপাতে প্রাণ হারান।
এতে এক শিশুও গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এবং ভেদেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার মেঝো ছেলে সিফাত রহমান বজ্রপাতে মারা যান। সিফাত পরিবারের অন্য সদস্যদের সাথে ফসলের মাঠ থেকে রসুন তুলে বাড়িতে নিয়ে আসছিলেন। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই বজ্রাঘাতপৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই উপজেলায় কাচারীকান্তি গ্রামের সেলিম শেখের দেড় বছরের মেয়ে সুরামনি বজ্রপাতের সময় বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন।
এদিকে ভেদরগঞ্জ উপজেলার উত্তর মহিষার গ্রামের মুসলিম মালের স্ত্রী আনোয়ার বেগম বৃষ্টির ভেতর গোয়াল ঘরে গরু নেয়ার সময় বজ্রপাতে মারা যান। গৃহপালিত পশুটিও এতে মারা যায়। একই উপজেলার নাজিমপুর গ্রামের রতন মুন্সির ছেলে নাদিম মুন্সীও বজ্রপাতে প্রাণ হারান। তিনি সৌদি প্রবাসী। নিজের মৎস্য খামারে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন নাদিম।