এপ্রিলের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা
বেসরকারি অপারেটরদের সরবরাকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিলের জন্য ২৪৪ টাকা কমিয়ে ১,১৭৮ টাকা করা হয়েছে। গেল মার্চে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়েছিল ৭৬ টাকা।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মোঃ নুরুল আমিন।
প্রতি কেজি এলপিজির মূল্য ৯৮.১৭ টাকা ধরে এই দাম নির্ধারণ করেছে বিইআরসি, যা গতমাসে ছিল ১১৮.৫৪ টাকা। অন্যান্য আকারের সিলিন্ডারের দামও একই হারে নির্ধারিত হবে।
তবে সরকারের সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ ব্যবহারকারীর প্রায় ১২ লাখ টন এলপিজির চাহিদার ৯৯.৫ শতাংশই পূরণ করছে বেসরকারি অপারেটরগুলো।
এছাড়া, দেশের প্রায় ৪৮ লাখ গ্রাহকের গ্যাসের চাহিদা মিটছে লাইন গ্যাসের মাধ্যমে। দেশের ছয়টি বিতরণ কোম্পানি এই গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে।
জ্বালানির কাঁচামাল প্রোপেন এবং বিউটেনের দাম সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি)-এর সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দাম ঘোষণা করছে বিইআরসি।
প্রোপেন এবং বিউটেনের গড় সিপি মূল্য ৫৪৮.৫০ ডলার ধরে মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, রেটিকুলেটেড এলপিজির (বড় আবাসিক এলাকায় গ্যাস সুবিধা সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা) দাম এপ্রিলের জন্য কেজিপ্রতি ৯৪.৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম কমিয়ে লিটার প্রতি ৫৪.৯০ টাকা করা হয়েছে।