ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হয়নি; মেডিকেল বোর্ড গঠন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৯ এপ্রিল) এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, 'গত তিন দিনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। আজ কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আইসিইউ চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।'
ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানান প্রেস উপদেষ্টা।
রোববার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
ডা. জাফরুল্লাহর মেডিকেল টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. এবিএম আবদুল্লাহ। পাশাপাশি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরামর্শ দেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডি নগর হাসপাতালে ভর্তি হন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।