‘আমি তো ভিখারি হয়ে গেলাম! ১৫ লাখ টাকার মাল শেষ’
নিউ মার্কেটের ৩২০ নম্বর দোকান, আলিজাজ কালেকশনের মালিক রাকিব হোসেন (৪০)। গতরাতে ঈদের বেচাবিক্রি শেষে নগদ ১ লাখ টাকা রেখে যান ক্যাশে, সকালে আরো লাখ দুয়েক টাকার মাল কেনার কথা। কিন্তু ভোরে নিউ মার্কেটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাকিবের দোকান, কোনো মালামালই বের করা সম্ভব হয়নি।
নিউ মার্কেটের ৪ নং গেইটের সামনে মাথায় হাত দিয়ে রাস্তায় বিলাপ করে রাকিব হোসেন বলেন, "আমার ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ভাই, একটা মালও বের করতে পারি নাই। ভোর ৫টা বাজে আমি খবর পেয়ে এসেছি; কিন্তু আগুন এতো বেশি ছিল, আমি ভিতরেই ঢুকতে পারি নাই।"
রাকিব হোসেন বিলাপ করে বলেন, "এখন আমি কিস্তির ৮ লাখ টাকা পরিশোধ করব কীভাবে! মহাজনের টাকা দেবো কীভাবে?"
জানা যায়, নোয়াখালী থেকে এসে প্রথমে নিউমার্কেটে শ্রমিক হিসেবে কাজ করতেন রাকিব। পরে নিজের জমানো টাকা, সমিতি থেকে কিস্তি ও আত্মীয়-স্বজন থেকে ধারদেনা করে নিউ মার্কেটে দোকান নিয়েছিলেন তিনি।