২৭ ঘণ্টা পর নিভলো নিউ মার্কেটের আগুন
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা কলেজ সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
আজ সকাল ৯টার দিকে, অর্থাৎ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তিনতলা বিশিষ্ট মার্কেটটির আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
কর্তৃপক্ষ এখন ধ্বংসাবশেষ অপসারণের কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, মার্কেটে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ (অধিকাংশ পোশাকের আইটেম) থাকায় আগুন পুরোপুরি নেভাতে এত সময় লেগেছে।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন) সকালে সাংবাদিকদের বলেন, "নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিউ সুপার মার্কেটে লাগা আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে, পরে তিনতলায় ছড়ায়।"
এদিকে গতকাল বিকাল থেকেই নিউ মার্কেট সংলগ্ন রাস্তার পূর্ব পাশের দোকান খোলা শুরু করে। আজ সকাল থেকে নিউ মার্কেটের দোকানও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি চন্দ্রিমা সুপার মার্কেটের দোকানগুলোও খুলছে।
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় গতকাল এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।