কৃষি মার্কেটের ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, "কৃষি মার্কেটের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, তিনি এ বিষয়ে অবগত আছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য।"
শুক্রবার দুপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, "এ মার্কেটের ব্যবসায়ীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। আমাদের চোখের সামনেই এই বাজার গড়ে উঠছে। এত বড় একটা ক্ষতি! প্রায় পাঁচ-ছয়শো পরিবার একদম সর্বশান্ত হয়ে যাবে। আমরা অর্থনৈতিকভাবে তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সে সহযোগিতা করবো।"
তিনি আরও বলেন, ব্যাংকের মাধ্যমে নিয়ম কানুন মেনে তারা যাতে ঋণ নিতে পারে সেজন্য যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রাজা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে ব্যাপক আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে ১৭টি দমকল ইউনিট কাজ করে। এদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।