রাজধানীর বেশ কয়েকটি এলাকায় 'গ্যাসের গন্ধ' সমস্যাটির সমাধান করা হয়েছে: তিতাস গ্যাস
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় 'গ্যাসের গন্ধ' সমস্যাটির সমাধান করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক রাশেদুল আলম ইউএনবিকে বলেন, 'আমাদের প্রযুক্তিগত দল গ্যাস পাইপলাইনে চাপ কমিয়ে সমস্যার সমাধান করেছে।'
তিনি জানান, রাত ১টার দিকে সিস্টেম কন্ট্রোলে গ্যাসের চাপ কমে যায়, যা শেষ পর্যন্ত সমস্যার সমাধান করে।
এর আগে সোমবার রাত আনুমানিক ১০:৩০ হতে ১১:০০ টার মধ্যে মগবাজার, বাড্ডা, বাসাবো, ধানমন্ডি, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমার্জেন্সি টিম এ সকল এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়।
গ্যাসের গন্ধের খবরে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রাত ১২টার পর মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, "ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় 'ওভার-ফ্লো' তৈরি হয়েছে এবং গন্ধ বাইরে আসছে।"