গতবারের তুলনায় এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২%: যাত্রী কল্যাণ সমিতি
২০২২ সালের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণহানি কমেছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে উঠে এসেছে।
আজ মঙ্গলবার (২ মে) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২%। এছাড়াও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে ২১.১%।
একাধিক জাতীয়, আঞ্চলিক ও অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঈদ মৌসুমের ১৫ দিনে (১৫-২৯ এপ্রিল) ৩০৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যেখানে ৩২৮ জন নিহত এবং ৫৬৫ জন আহত হন।
অথচ গত বছর ঈদের ১৫ দিনে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৮ জন নিহত এবং ৮৪৪ জন আহতের কথা বলা হয়েছে প্রতিবেদনে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, অতিরিক্ত গরমসহ নানা কারণে এবার ঈদযাত্রায় মানুষের যাতায়াত হয়েছে কম।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৪ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়ক আগের চেয়ে ভালো অবস্থায় আছে; ঈদের ছুটি এক দিন বাড়ানোর প্রভাবও এবার রয়েছে।
বিভিন্ন সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২০ জন। এটি মোট সড়ক দুর্ঘটনার ৫৪ দশমিক ৩ শতাংশ এবং দুর্ঘটনায় মোট নিহত মানুষের ৫১ শতাংশ।