রোববার থেকে ই-পাসপোর্ট ইস্যু করবে রাজধানীর আফতাবনগরের আঞ্চলিক কার্যালয়
রাজধানীর আফতাবনগরের আঞ্চলিক পাসপোর্ট অফিস রবিবার (৭ মে) থেকে ই-পাসপোর্ট ইস্যু করবে।
মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিল থানার আওতাধীন বাসিন্দারা আফতাবনগরে ঢাকার এই পূর্বাঞ্চলীয় পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সেবা পাবেন বলে আজ এক সরকারি বার্তা জানানো হয়েছে।
এর আগে ই-পাসপোর্ট সেবাটি শুধু রাজধানীর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসসহ কিছু নির্দিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাওয়া যেত।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ১১৯তম দেশ হিসেবে অনলাইনে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ২০২০ সালের শুরুতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালু করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে 'মুজিব বর্ষের' উপহার হিসেবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।
২০২০ সালের জানুয়ারি থেকে নাগরিকরা অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছে। এর ফলে দীর্ঘ বিলম্ব এড়ানো যাচ্ছে।
অনলাইন পোর্টালের মাধ্যমে ৫ লাখের বেশি মানুষ ই-পাসপোর্টের জন্য আবেদন করেছে।