ঘূর্ণিঝড় মোখা: হেল্পলাইন ৩৩৩ চালু
ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়তা প্রদানের জন্য জাতীয় হেল্পলাইন ৩৩৩ চালু করা হয়ে।
৩৩৩ নম্বরে বিনামূল্যে কল করে ঘূর্ণিঝড়ের তথ্য, সতর্কতা এবং আবহাওয়ার বার্তা ও জরুরি সহায়তা পাওয়া যাবে।
'সরকারি তথ্য ও সেবা সব সময়' স্লোগান নিয়ে কল সেন্টারটি স্থাপন করা হয়। এটিই ইউএনডিপির সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির একটি উদ্যোগ।