জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করল আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছেন।
দলের সিদ্ধান্ত না মেনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এর আগে গত ১৪ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠকে রোববার একাধিক নেতা জাহাঙ্গীরের বহিষ্কারের পক্ষে মত প্রকাশ করেন।
বৈঠকে সম্পাদকমণ্ডলীর সদস্যরা বলেন, জাহাঙ্গীর এর আগে দলের ক্ষমা পেয়েও পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
মনোনয়ন বাতিল হলেও জাহাঙ্গীর তার মা জায়েদা খাতুনের জন্য মাঠপর্যায়ে কাজ করছেন এবং তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানান আওয়ামী লীগ নেতারা।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছিল। এরপর ২০২১ সালের নভেম্বরে একাধিক অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয় তাকে।
তারপর ২০২২ সালের জানুয়ারি মাসে তাকে সাধারণ ক্ষমা করে দল থেকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
ঋণ খেলাপি হওয়ায় গত ৩০ এপ্রিল এ বছরের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তার মা জায়েদা খাতুন এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।