খুলনা সিটি নির্বাচন: ১৯৫ প্রার্থীর মনোনয়ন জমা
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নিতে ১৯৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে জমা দিয়েছেন ১৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নীং অফিসার মো. আলাউদ্দীন। তিনি বলেন, 'এই প্রার্থীদের যাবতীয় তথ্য আগামী ১৮ মে যাছাই বাছাই করা হবে। ২৫ মের মধ্যে চাইলে যে-কেউ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৬ মে তাদের প্রতিক বরাদ্দ করা হবে।'
মেয়র পদে যে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা মহানগরের সভাপতি তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা মহানগরের আমির মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন এবং তিন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, এস এম শফিকুর রহমান ও আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী।
প্রার্থীদের মধ্যে তালুকদার আব্দুল খালেক ইতোপূর্বে ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালেও দলের হয়ে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। ২০০৮ ও ২০১৮ সালে তিনি বিজয়ী হলেও ২০১৩ সালে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
মো. আব্দুল আউয়াল এবার প্রথম কেসিসি নির্বাচনে অংশ নিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুজ্জাম্মিল হক ২০১৮ সালে নির্বাচনে মেয়র প্রার্থী ছিল। তাতে হাতপাখা প্রতীকে ভোট পড়েছিল ১৪ হাজার ৩৬৩টি।
মো. শফিকুল ইসলাম মধু ২০১৩ সালের জাতীয় পার্টির হয়ে কেসিসি মেয়র পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন ৩ হাজার ৩৩টি। এছাড়া এবারের স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান ২০১৮ সালে জাতীয় পার্টীর হয়ে কেসিসি মেয়র পদে অংশ নিয়ে মাত্র এক হাজার ৭২ টি ভোট পেয়েছিলেন।
অন্যদিকে জাকের পার্টি মনোনীত এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, এবং আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী এবার নির্বাচনে একেবারেই নতুন মুখ। ভোটের আগে তাদের কাউকে রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায়নি।