পদ্মায় নিখোঁজ আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় নুরুল হক নাফিউ (২৪) নামের অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টা পর শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে লৌহজং তেউটিয়া বর্ণপাড়া সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুব।
এ নিয়ে ২৯ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হলো দুইজনের মরদেহ।
এর আগে শুক্রবার বিকেল ৪টায় উদ্ধার করা হয় নিখোঁজ আরেক শিক্ষার্থী সব্যসাচী সৌম্য দাসের (২৯) মরদেহ।
নিহত দুইজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র। এরমধ্যে নাফিউ রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে ও সব্যসাচী তেজগাঁও এলাকার সরোজ দাসের ছেলে।
নৌ পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ৯ টার দিকে ঢাকা থেকে ৫ বন্ধু মিলে মাওয়া এলাকায় ঘুরতে আসে। পরে বেলা ১২টার দিকে তারা একটি স্পীডবোট যোগে পদ্মাসেতুর ১৬নং পিলারের নিকট জেগে উঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামে।
এসময় নদীতে স্রোতের কবলে পড়ে ভেসে যায় নাফিউ ও সব্যসাচী। তবে বাকি ৩জন অক্ষত থাকে। দুজন নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়।