সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। বর্তমানে এ বয়সসীমা ৩০ বছর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফারসি জানান, বিকেল ৪টা থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে ও তীব্র যানজট সৃষ্টি হয়।
এর আগে, সকাল সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। সমাবেশে তারা তিনটি দাবি উত্থাপন করেন–চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে, অবসরে বয়সসীমা বৃদ্ধি করতে হবে, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করতে হবে।