মা-নবজাতকের মৃত্যু: হাসপাতাল-জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিলের দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীদের স্মারকলিপি
ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক শিশুর মৃত্যুর পর ঘটনার সঙ্গে জড়িত সবার লাইসেন্স বাতিলের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসা ও অনিয়মের কারণে মা-সন্তানের মৃত্যু হয়েছে অভিযোগ করে তারা স্মারকলিপিতে হাসপাতালের কাছে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মনিরার স্বাক্ষরিত স্মারকলিপিতে আঁখির চিকিৎসার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহাসহ জড়িত সবার লাইলেন্স বাতিল করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, কেবল আঁখি-ই নয়, সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসাজনিত অবহেলার কারণে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহানের মৃত্যু হয়। পরবর্তীসময়ে এ ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের তৎকালীন পরিচালকে গ্রেপ্তার করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ডা. সংযুক্তা সাহার অধীনে হাসপাতালে ভর্তি করা হয় আঁখিকে।
স্মারকলিপিতে দাবি করা হয়, গত ১৩ বছর ধরে ডা. সংযুক্তা সাহা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন ব্যতীত অবৈধভাবে রোগী দেখছেন ও অস্ত্রোপচার করছেন।
আর দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয় স্মারকলিপিতে।