ঢামেককে উন্নত করার পরিকল্পনা, একসঙ্গে চিকিৎসা নিতে পারবে ৪,০০০ রোগী: প্রধানমন্ত্রী
একসঙ্গে চার হাজার রোগীর চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আধুনিকায়নের জন্য সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'হাসপাতালটিকে আরও বড়, আরও সুন্দর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা ইতোমধ্যে একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা পরিকল্পনা তৈরি করেছি, যাতে একসঙ্গে চার হাজার রোগী সেখানে চিকিৎসা নিতে পারে।'
সোমবার ৭৮তম ঢাকা মেডিকেল কলেজ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনু্ঠানে।
ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের উদ্যোগে রাজধানীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, 'হাসপাতালের জন্য এই পরিকল্পনা যদি দ্রুত শুরু করা যায়, তাহলে স্বাস্থ্যসেবায় এটি একটি দৃষ্টান্ত হবে।
চিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞদের চিকিৎসা বিজ্ঞান গবেষণায় ব্যাপক মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের গবেষণার সংখ্যা এখনও কম।
তিনি বলেন, 'খুব অল্প সংখ্যক মানুষ এখানে গবেষণা করেন। কিন্তু এই যুগে গবেষণা অপরিহার্য। গবেষণায় আরও মনোযোগ দেওয়া উচিত।'
তিনি আরও বলেন, তার সরকার চিকিৎসা গবেষণার সব ধরনের সুযোগ সৃষ্টি করবে। প্রয়োজন অনুযায়ী তহবিল সরবরাহ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।