ইসির সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা আছে কি না জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন। আগামী নির্বাচন 'সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে' অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন।
বৈঠকে ইইউর প্রতিনিধিদল প্রধানত নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে, বিশেষ করে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, ভোটার তালিকা প্রণয়ন, ভোটকেন্দ্র, সিসি ক্যামেরা স্থাপন নিয়ে জানতে চেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের একটি দল প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার বলেন, 'কমিশন বলেছে, তারা [ইইউ] যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারে। আবেদনের জন্য সময়সীমা আছে কি না, তা জানতে চেয়েছে তারা। ইসি বলেছে, সেপ্টেম্বরের মধ্যে আবেদন এলে সুবিধা হয়। কারণ আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের বিষয়ও রয়েছে।'
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'তাদের উদ্বেগের জবাবে সিইসি তাদের [ইইউ প্রতিনিধি[ বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর দেশে প্রায় ৯১১টি নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট।'
ইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান রিকার্ডো শেলেরি সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা দুই সপ্তাহের জন্য এখানে এসেছি।'
তিনি বলেন, দুই সপ্তাহ নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নের পর তারা ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাছে একটি প্রতিবেদন দেবেন। এর আলোকে ইইউর উচ্চপর্যায়ের কর্মকর্তারা আগামী জাতীয় নির্বাচনে জোটের পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রেস ব্রিফিং শেষ করার আগে ইইউ মিশন প্রধান বাংলাদেশ কর্তৃপক্ষকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।
অশোক কুমার জানান, আগামী ১৮-১৯ জুলাই ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ইসি আরেকটি বৈঠক করবে। ইসি ভবনে অনুষ্ঠিতব্য সেই বৈঠকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) ও যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ১ ও ২) অংশ নেবেন।
ইইউ রাষ্ট্রদূতসহ ছয় সদস্যের প্রতিনিধি দলের পাঁচজন আজ বৈঠকে যোগ দেন।
এর আগে রোববার (৯ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানকার পরিবেশ দেখতে ঢাকায় এসেছে।
দুই সপ্তাহের সফরের প্রথম দিনে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদল।