সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজারে চেকপোস্ট, দীর্ঘ যানজট-ভোগান্তি
রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ সাভারের আমিনবাজারে তল্লাশি চেকপোস্ট পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।
সকাল থেকে চলমান পুলিশের এই তল্লাশি চেকপোস্টের কারণে মহাসড়কের বলিয়ারপুর থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত হাজারো যাত্রীরা। উপায়ন্তর না পেয়ে অফিসগামী অনেক যাত্রীকে এ সময় পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
আমিনবাজারে পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায়, মূলত মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশির পাশাপাশি যানবাহনের কাগজপত্রও চেক করছেন।
চেকপোস্টে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম।"
এ সময় দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।