ঢাকা-১৭ নির্বাচন: একজন নায়কের জন্য একজন ‘নায়ক’, না একজন অধ্যাপক?
এ যেন মার্ভেল ইউনিভার্স থেকে নেওয়া কোনো দৃশ্য — 'হিরো' আর প্রফেসরের লড়াই। আর পুরস্কার? ঢাকা-১৭ আসন। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত যে আসন দেশের সবচেয়ে সমৃদ্ধ সংসদীয় এলাকার গৌরব বহন করে।
গত ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি খালি হয়।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় এই আসনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে একতারা। হিরো আলম নামে বেশি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম খোকন পেয়েছেন এই একতারা প্রতীক।
হিরো আলমের বিপরীতে আছেন আওয়ালী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক রাজনীতিতেও পরিচিত মুখ। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও।
অবশ্য এই পর্যায়ে আসতে হিরো আলমে যাত্রা ছিল ঘটনাবহুল । তিনি বগুড়া-৬ ও বগুড়া-৪ উপনির্বাচনের প্রার্থী হন এবং উভয় আসনে স্বল্প ব্যবধানে হারেন।
গত ১৮ জুন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমের নেওয়া মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার মুনির হোসেন খান বলেন, ওই আসনের ভোটারদের বাধ্যতামূলক ১ শতাংশ সমর্থন জমা দিতে ব্যর্থ হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ২২ জুন আপিল শুনানিতে হিরো আলমের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
ঢাকা-১৭ আসনে আরও ছয়জন প্রার্থী আছেন। তবে তারা তেমন কোনো পরিচিত মুখ নয় বা এখনো পর্যন্ত খুব একটা সাড়া ফেলতে পারেননি।
বাকি প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, যিনি ১৯৯২-২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর থেকে তিনি ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়ান, তবে এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।
অপর প্রার্থী জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কাজী মোঃ রাশেদুল হাসান রাশেদ। প্রায় তিন দশক রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই ব্যক্তি গোলাপ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
তৃণমূল বিএনপি থেকে মেজর (অব.) শেখ হাবিবুর রহমান লড়ছেন সোনালী আঁশ প্রতীক নিয়ে। তিনি একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ।
আরেক প্রার্থী সাবেক সরকারি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন। বাংলাদেশ কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বপনের প্রতীক ডাব।
ছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দলের মোহাম্মদ আক্তার হোসেন।
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।
গত ১ জুন শূন্য সংসদীয় আসনটিতে ১৭ জুলাই ব্যালট ব্যবহার করে উপনির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।
নিরাপত্তাব্যবস্থা
ভোট কেন্দ্রে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তাদের পাশাপাশি পাঁচজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটও থাকবেন।
পুলিশ, আনসার ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে ১০টি মোবাইল ফোর্স ও পাঁচটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া র্যাবের ছয়টি দল এবং বিজিবির ছয়টি প্লাটুন মোতায়েন করা হবে।