তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
ভুল চিকিৎসার অভিযোগ উঠলেই তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান জানিয়েছেন চিকিৎসকেরা।
একইসঙ্গে সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসককে অনতিবিলম্বে জামিন দেওয়ার আহবান জানিয়েছেন তারা।
সোমবার (১৭ জুলাই) রাত ১০টার পর ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবির।
এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও সোসাইটি অব সার্জনসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. টিটু মিঞা।
লিখিত বক্তব্যে আহমেদুল কবির বলেন, "চিকিৎসায় অবহেলা আমরা কোনেভাবে সমর্থন করি না। অবহেলা প্রমাণিত করার জন্য যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার বিপক্ষে আমরা নই। কিন্তু যেকোনো সভ্য দেশে চিকিৎসা সংশ্লিষ্ট কারণে রোগীর মৃত্যু হলে তার জন্য মিডিয়া ট্রায়াল হয় না। সেখানে অত্যন্ত গোপনীয়তার সাথে চিকিৎসক, রোগীর নিকট আত্মীয় ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়। সেই রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়। সেখানে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তদন্ত ব্যতিরেকে চিকিৎসকদের বিরুদ্ধে কোন মামলা হয় না।"
তিনি বলেন, "তদন্ত ছাড়া চিকিৎসককে পুলিশ কতৃর্ক হয়রানী বা গ্রেপ্তার হলে মুমূর্ষু রোগীকে চিকিৎসা দিতে চিকিৎসকগণ সাহস হারিয়ে ফেলবেন। এতে করে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।"
চিকিৎসকদের কোনো ভুল ছিল কি-না খতিয়ে দেখতে ওজিএসবি (বাংলাদেশ অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) কোনো তদন্ত করেছে কি-না, সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সংগঠনটির নেতা অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান বলেন, "সেন্ট্রালের ঘটনায় ওজিএসবি একটি রিপোর্ট করেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি পর্যালোচনা করে জানানো হবে।"
অধ্যাপক খুরশিদ আলম বলেন, "আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক। এর জন্য দরকার নিরাপদ কর্মস্থল। যারা ভুল চিকিৎসা করছে আমরা তাদের পক্ষে না, কিন্তু তাড়াহুড়া না করে নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।"