সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগের আদালতে দুই চিকিৎসকের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
দুই চিকিৎসকের জামিন মঞ্জুর হওয়ায় চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ থেকেই চিকিৎসকেরা প্রাইভেট চেম্বারে রোগী দেখবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অদ্যাপক ডা এবিএম খুরশিদ আলম মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।
মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেডারেশন অব প্রফেশনাল মেডিকেল স্পেসালিষ্ট সোসাইটি অব বাংলাদেশ-এর মিটিং শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য জানান।