ঢাকার বিভিন্ন অংশে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে নগরের ভেতরে ও বাইরে যেতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার পর্যন্ত বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, পদযাত্রার সময় মিরপুরের বাংলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আধাঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এই রুটে।
পল্লবী জোনের সহকারী কমিশনার শহিদুর রহমান বলেন, "মাত্র ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। মিরপুর সড়কে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিক্ষোভকারীরা ইতোমধ্যেই রাস্তা ছেড়েছেন।"
এদিকে, বিএনপি ঢাকা উত্তরের পদযাত্রা মগবাজারে এসে দলের ঢাকা দক্ষিণ অংশের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে। তাই বিএনপি ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা পুরো মগবাজার-মালিবাগ সড়ক অবরোধ করে ঢাকা উত্তরের নেতাদের জন্য অপেক্ষায় করছেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেখানে।
অভিনেত্রী প্রিয় মনি বলেন, "আমি সকাল ৯টায় প্রেসক্লাবের উদ্দেশ্যে গুলশান থেকে রওনা দিয়েছিলাম। দুপুর ১২টা পর্যন্ত আমি মগবাজার সিগন্যালেই আটকে ছিলাম।"
বাস হেলপার মোহাম্মদ দাউদ জানান, মগবাজার সিগন্যালে এক ঘণ্টা আটকে ছিল বাস।
আজমেরী গ্লোরি বাসের হেলপার মোহাম্মদ তুরাগ জানান, তার বাস গাজীপুরের চান্দিনা থেকে প্রতিদিন দুবার ঢাকার সদরঘাট পর্যন্ত যায়। কিন্তু যানজটের কারণে আজ তারা দ্বিতীয় ট্রিপে যাবেন না।
তিনি বলেন, "রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা বুদ্ধিমানের কাজ নয়। এতে আমাদের আর্থিক ক্ষতি হয় এবং যাত্রীরাও ক্ষতিগ্রস্থ হন।"
শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার অভি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি থেকে বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে হচ্ছে।"
গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, আর্মি স্টেডিয়াম থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে।
মিরপুর ১১ তে বন্ধ ছিল যান চলাচল
এদিকে, মাল্টিপারপাস কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে অর্থ ফেরতের দাবিতে শত শত গ্রাহক মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানীর মিরপুর ১০-১১ সড়কের দিকে জড়ো হওয়ায় সেখানেও যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার শহিদুল ইসলাম বলেন, "সকাল ১০টা থেকে মিরপুর ১১ মেট্রো স্টেশন এলাকায় শত শত মানুষ জড়ো হতে শুরু করে।"
"এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' রয়েছে আজ। দলের ঢাকা দক্ষিণ শাখা বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত শোভাযাত্রা করবে," বলেন তিনি।
মহাসড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি
গাবতলীতে বিএনপির মিছিলে যোগ দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হলে রাজধানীর প্রবেশপথ আমিনবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ থেকে গাবতলী পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান বলেন, "খুব ধীরগতিতে যানবাহন চলছে। সাভার থেকে প্রেসক্লাবের উদ্দেশে রওনা দিয়ে সালেহপুর ব্রিজেই প্রায় এক ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়েছে।"
যানজটের কারণে ঢাকাগামী অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।