কিশোরগঞ্জে পদযাত্রায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক
কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপি নেতা-কর্মীদের। আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময়, শহরের রথখোলা ঈশা খাঁ সড়কে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করে পুলিশ। এতে বিএনপির নেতা-কর্মী, পুলিশ, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে।
পুলিশের দাবি, বিএনপির পদযাত্রায় যানজট সৃষ্টি হয় শহরে। মিছিলে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সকাল থেকে কিশোরগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। সেখানে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে গুরুদয়াল কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু হয়, যা গৌরাঙ্গ বাজার মোড় হয়ে স্টেশন রোডের পুরোনো স্টেডিয়ামে দিকে যাচ্ছিল। মিছিলটি আখড়া বাজার মোড় অতিক্রম করে ঈশা খাঁ সড়কের রথখোলা দিকে আসতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে সংঘর্ষ বাধে।
জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, বিশাল মিছিল নিয়ে রথখোলা নূর মসজিদের পাশে আসতেই পুলিশ বাধা দেয় এবং বিনা উসকানিতে অতর্কিতে লাঠিপেটা ও নির্বিচার গুলিবর্ষণ করে। এতে তাঁদের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। বিনা কারণে পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার বলেন, পদযাত্রাটি সরকারি গুরুদয়াল কলেজ থেকে রথখলা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে যানজটের সৃষ্টি হয়। এ সময় রোগী বহনেও সমস্যা হচ্ছিল। তাই মিছিলে বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হন।