বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে বিস্মিত ও আনন্দিত: জাপানের মন্ত্রী
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বাংলাদেশের 'দ্রুতগতির উন্নয়ন' দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন।
জাপানের মন্ত্রী ঢাকা মেট্রোরেলের উত্তরা নর্থ স্টেশনে সাংবাদিকদের বলেন, '১৩ বছরের মধ্যে এটাই আমার প্রথম সফর। বাংলাদেশ এত দ্রুত উন্নয়ন করছে দেখে আমি খুবই অবাক ও আনন্দিত হয়েছি।'
নিশিমুরা ইয়াসুতোশি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার সমর্থনে জাপানের প্রতিশ্রুতির কথাও জোর দিয়ে উল্লেখ করেন।
উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী গিয়ে পুনরায় উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এটা বেশ আরামদায়ক এবং খুব দ্রুত ছিল। ঢাকা মেট্রোরেল বাংলাদেশের উন্নয়নে জাপানি সহযোগিতার প্রতীক। আমি আশা করি ঢাকার মানুষ এটি পছন্দ করবেন।'
মেট্রোরেলের মতো চলমান বিভিন্ন প্রকল্পে জাপান নতুন জাপানি প্রযুক্তি সরবরাহ করবে বলেও উল্লেখ করেন নিশিমুরা ইয়াসুতোশি।
জাপানের মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মেট্রোরেল ছাড়াও নিশিমুরা ইয়াসুতোশির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করার কথা রয়েছে।