আগামীকাল ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (৪ আগস্ট) জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে জামায়াতে এ সমাবেশ করতে চায়।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা এর অনুমতি দিচ্ছি না।'
ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতের নেতারা বলেছেন, তারা অনুমতির জন্য আবেদন করেননি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, 'আমরা অনুমতির জন্য আবেদন করিনি, বরং তথ্য ও সহযোগিতা চেয়ে আবেদন করেছিলাম। প্রশাসনের দায়িত্ব সহযোগিতা করা। সহযোগিতা পাওয়া আমাদের অধিকার। নাগরিক হিসেবে এই অধিকার আমরা পাব বলে আশা করি। নাহলে জনরোষের মুখোমুখি হবে সরকার ও প্রশাসন।'
তিনি আরও বলেন, 'সরকার ও প্রশাসনের আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়ানোর সুযোগ নেই। কারণ, এটা (সমাবেশে বাধা প্রদান) মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার সুস্পষ্ট লঙ্ঘন।'
এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠানে ডিএমপির সহায়তা চাওয়া হয় জামায়াতের পক্ষ থেকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধিদল – দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের পক্ষ থেকে ডিএমপি কমিশানারের কাছে আবেদন জমা দেন।