‘তারা আমাকে পাগল, অশিক্ষিত কেন বলবে’: বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে ডিবি কার্যালয়ে হিরো আলম
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান জনপ্রিয় ইউটিউবার হিরো আলম।
সাংবাদিকদের তিনি বলেন, "সংবিধান পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে?"
তিনি আরও বলেন, "বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাকে অপমান করে কথা বলেছে। আমি তো তাদের দলেও না, বিএনপিকে নিয়ে কখনো কথাও বলিনি।"
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, "হিরো আলমের মতো অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে!"