সেন্টমার্টিনে ভেসে আসা অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানান তিনি।
এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।
স্থানীয়দের বরাতে জোবায়ের সৈয়দ বলেন, সকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করেছে। মরদেহগুলো পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।