প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে সমাবেশ করবেন বিএনপি নেতাকর্মীরা।
বিকেল ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে দলটি প্রতিষ্ঠা করেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সারাদেশে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
৪৪ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় এবং দুইবার বিরোধী দলে ছিল। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে ছিল দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে দেশবাসী, দলের নেতা-কর্মী, কর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।