এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল শুরু রোববার থেকে
আজ (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ২২.৫ কিলোমিটার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শনিবার উদ্বোধন হলেও এই এক্সপ্রেসওয়ে আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে গণপরিবহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রথম ধাপের সফল উদ্বোধন নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে প্রায় ১০ মিনিট। আগে এই রাস্তাটুকু ভ্রমণ করতে এক ঘণ্টা বা তারচেয়েও বেশি সময় লাগতো।
২০১১ সালে ৪৬.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব চুক্তি করে সরকার। এই এক্সপ্রেসওয়ের মূল রুটের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার এবং র্যাম্প ও কানেক্টিং লিঙ্কের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার।