রাজনৈতিক বক্তব্য দেওয়ায় জামালপুরের ডিসিকে প্রত্যাহার
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। একইসঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। ইমরান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন শফিউর রহমান।
জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করে ইমরান বলেছিলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।'
গত (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের নব-নির্মিত মাদারগঞ্জ পৌরসভা ভন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সরকারি কর্মচারী হয়েও এ ধরনের বক্তব্য দেওয়ায়– তার সমালোচনা করেন নেটিজেনরা।
এরপর ১৩ সেপ্টেম্বর ইমরানের বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন(ইসি)।
ওইদিন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জেলা প্রশাসকরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে থাকেন।'
'এ অবস্থায় সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ওপর জনমানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে মো. ইমরান আহমেদকে ওই ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে, জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও ধরনের নির্বাচনী দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা সমীচীন হবে।'