২৮ পুলিশ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) এই নির্দেশ জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
এর আগে, গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্তির ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ১ জন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
অপর এক নোটিশে বলা হয়- ১ জন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন এসপিকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সাংগঠনিক চাহিদা পূরণ করার লক্ষ্যে এই পুনঃপদায়ন করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।