রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের মতে, রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও সংলগ্ন জেলাগুলোয় রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
অ্যালার্ট সিস্টেমের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, এই ভূমিকম্পের মান ছিল ৪ দশমিক ২ মাত্রার।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় আরও ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।