ইইউ-র পর্যবেক্ষক না পাঠানোর অর্থ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়: খসরু
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ছাড়া দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিলেট অভিমুখী রোডমার্চে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় তিনি সাংবাদিকদের বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে, নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা তো সরাসরি বলতে পারে না, তাই নানা বিধিনিষেধ এবং বিবৃতির মাধ্যমে বলছে।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু আরও বলেন, 'আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবী মামলা দিয়ে, গুম-খুন করে সরকার কোনোভাবে রক্ষা পাবে না। রাস্তাঘাট বন্ধ করে মানুষকে বাড়ি ফেরত পাঠানো যাবে না। তাদের অধিকার সম্পূর্ণভাবে ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।'
তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে অগণতান্ত্রিক শক্তি দাঁড়িয়েছে, তারা জনগণের সামনে টিকে থাকতে পারবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে।'
সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘোষিত রোড মার্চটি বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে যাত্রা শুরু করে।