বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১,আহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ওই মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া এলাকায় ঢাকামুখী সড়কে একটি মাছভর্তি পিকআপ পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপে থাকা একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
অপরদিকে রাত পৌনে দুইটায় মহাসড়কের একই এলাকায় ঢাকামুখী সড়কে একটি পিকআপ অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঈমন ও সুব্রত নামে দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তারা। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং নিহতের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।