বিরামহীন বৃষ্টির সাথে লোডশেডিংয়ের দুর্ভোগ
অসহনীয় যানজট ঠেলে ঢাকাবাসী যখন রাতে বাড়ি ফিরে সামান্য বৃষ্টি উপভোগ করতে শুরু করে, তখনই তাদের পড়তে হয় লোডশেডিংয়ের মুখে।
যোগাযোগ করলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) হেল্পলাইন থেকে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।
কাস্টমার কেয়ারের কর্মকর্তা বলেন, ডেসকোর আওতাধীন অনেক এলাকার ট্রান্সফরমারে স্পার্ক দেখা দেয় এবং বিরামহীন বৃষ্টির কারণে ফিডার ছিঁড়ে যায়। বিদ্যুৎ ফিরিয়ে আনতে দ্রুত এসব সমাধান করা হয়েছে।
শুক্রবার সকালে মিরপুর (মূলত ১০, ১৩, এবং শাহ আলী এলাকা) এবং উত্তরা (পূর্ব ও পশ্চিম) থেকে তাদের কাছে অভিযোগ আসছে বলে তিনি জানান। ডেসকো পর্যায়ক্রমে এসব সমাধানে কাজ করছে।
তবে পাওয়ার গ্রিডে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে ডেসকো হটলাইন প্রতিনিধি বলেন, তারা এ ধরনের কোনো কিছু সম্পর্কে অবগত নন।
অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলীর বরাতে লেখা হয়েছে, আমিনবাজার গ্রিড ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব এলাকায়।
"আমিনবাজারের পরে আগারগাঁও এবং কল্যাণপুর গ্রিডও ভেঙে পড়ে। তবে সবগুলো গ্রিড মেরামতের পর ভোর ৫টার মধ্যে বিদ্যুৎ ফিরে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক," গণমাধ্যমকে বলেন তিনি।
এদিকে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা এবং রাজধানীর অন্যান্য এলাকার বহু বাসিন্দা আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কথা জানিয়েছেন।
মিরপুরের একজন লেখেন, "রাত দেড়টা বাজে আর বৃষ্টির জন্য মাত্রই লোডশেডিং শুরু হলো। শুনলাম মিরপুরের কোথাও বিদ্যুৎ নেই। ঢাকার অন্যান্য অংশের কী অবস্থা!"
আরেকজন ফেসবুক ব্যবহারকারী রাত ৩টায় লেখেন, তার এলাকায় কয়েক ঘণ্টার ওপরে বিদ্যুৎ নেই।
বিপরীতে মগবাজার, কলাবাগান, পরীবাগ সহ অন্যান্য এলাকায় বসবাসকারী অনেকেই জানান যে, তাদের এলাকায় কোনো লোডশেডিং হয়নি।