‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’- ঠেকাতে যুবলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের- 'দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে' মাঠে থাকার জন্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।
কর্মসূচিগুলো হলো–
- ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন-ভিত্তিক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।
- ২৮ অক্টোবর (শনিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সর্বাত্মক অংশগ্রহণ।
- ২৯ অক্টোবর (রোববার) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন-ভিত্তিক 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ৩০ অক্টোবর (সোমবার) দেশের সব মহানগরে 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ১ নভেম্বর (বুধবার) দেশের সব জেলায় 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ২ নভেম্বর (বৃহস্পতিবার) দেশের সব উপজেলা-থানা-পৌরসভায় 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ৩ নভেম্বর (শুক্রবার) শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টসহ ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।
- ৪ নভেম্বর (শনিবার) আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ৭ নভেম্বর (মঙ্গলবার) 'উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন'- শীর্ষক কনসার্ট (২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ)।
- ৯ নভেম্বর (বৃহস্পতিবার) দেশের সব ইউনিয়ন/ওয়ার্ডে 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।
- ১০ নভেম্বর (শুক্রবার) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় গুলিস্তানে নূর হোসেন চত্বর এবং সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন।
- ১১ নভেম্বর (শনিবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টে সব শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ।
- ১৫ নভেম্বর (বুধবার) ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ।