টানা দ্বিতীয় দিনে ঢাকার প্রবেশপথগুলোতে পুলিশের চেকপোস্ট-তল্লাশী, থানায় আটক ৭ জন
আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকার বিভিন্ন প্রবেশপথে টানা দ্বিতীয় দিনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতা ও যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ঢাকার বিভিন্ন পয়েন্টে যেমন, ধামরাইয়ের ইসলামপুর এলাকায়, আশুলিয়া ব্রিজ এলাকা সাভারের বিরুলিয়া ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক সময়ে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে সাভার মডেল থানায় ৫ জন ও আশুলিয়া থানায় ২ জন বিএনপি নেতাকর্মী আটক আছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিভিন্ন মামলায় বিএনপির ৫ জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বিভিন্ন মামলার আসামী, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"
অপরদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, থানায় দু'জন বিএনপি নেতাকর্মী আটক রয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
আজ সকাল ৮টা নাগাদ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ২০ শয্যা হাসপাতালের সামনে জেলা পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায়, গতকালের মত আজও মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, হাইয়েস মাইক্রোবাস, প্রাইভেট কার থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও কিছুক্ষেত্রে যাত্রীদের সাথে থাকা ব্যাগপত্র, মালামাল তল্লাশী করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে এসময় বিভিন্ন যাত্রীদের কাছে তাদের গন্তব্য, তারা কোথা থেকে আসছেন এবং তাদের পেশা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
সন্দেহ হলে কিছুক্ষেত্রে যাত্রীদের কাছে থাকা পরিচয়পত্রও যাচাই করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
তবে চেকপোস্ট থেকে সন্দেহভাজন কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এছাড়া মহাসড়কের আরিচামুখী লেনে কোন চেকপোস্ট নেই পুলিশের।
চেকপোস্টগুলোতে জেলা পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "যেহেতু আগামীকাল শনিবার রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই লক্ষেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"
অপরদিকে শনিবারের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিবিএসকে বলেন, "সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে, নেতাকর্মীরা কেউ বাড়িতে অবস্থান করতে পারছে না। গ্রেপ্তার এড়াতে অধিকাংশ নেতাকর্মী বাসার বাইরে অবস্থান করছেন।"