হামলা করে পুলিশ সদস্যকে হত্যা করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়েছে এবং নয়াপল্টনে মহাসমাবেশের সময় এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
এসময় তার সাথে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে তথ্য ছিল তারা এমন কাণ্ড ঘটাবে। সেটাই তারা করেছে। তবুও পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আগামীতেও তারা এভাবেই এ ধরনের ঘটনা মোকাবিলা করবে বলে জানান তিনি।
কামাল আরও বলেন, বিএনপি ২০১৪ সালে তারা যে বিশৃঙ্খল পরিস্থিতি করেছিল, সেই পরিস্থিতি আবারও করার পাঁয়তারা করেছে। আগামীকাল বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে যেকোন ধরনের অরাজকতা এড়াতে সচেষ্ট থাকবে সরকার। তারা গাড়ি পোড়াচ্ছে। যারাই রাস্তায় গাড়ি পোড়াবে, অবরোধ করবে, ভাঙচুর করবে অগ্নিসংযোগ করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।